হত্যা ও আত্মহত্যা : পারিবারিক কলহ ও আস্থার অভাবেই হচ্ছে এমন অপরাধ

আব্দুল খালিক আজকাল জঘন্যতম অনেক অপরাধের মূলে দেখা যায় পারিবারিক কলহ। এক কথায় পরিবারের একের প্রতি অন্যের আস্থার অভাব থেকেই এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে। সেই সাথে রয়েছে অনৈতিক সম্পর্ক বা পরকিয়া। যার ফলে পরিবারের একের উপর থেকে অন্যের আস্থা-বিশ্বাস একদমই ওঠে যায়। কোনো কোনো পরিবারে আবার অভাব অনটনকে গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে অভাব অনটনের কারণে নাকি পারিবারিক কলহের জেরে এসব অপরাধ সংঘটিত হচ্ছে। এছাড়াও রয়েছে জমি সংক্রান্ত বিরোধর জের। এ নিয়েও কম অপরাধ হয়নি। দেশের বিভিন্ন স্থানে জমি নিয়ে বিরোধে হত্যা বা আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে। বিশেষ করে … Continue reading হত্যা ও আত্মহত্যা : পারিবারিক কলহ ও আস্থার অভাবেই হচ্ছে এমন অপরাধ